গরম জলে রাবার
কৃষ্ণ কামাল


চায়ের কাপেতে ডুবছে রাবার
বিস্কুটের সাথে দাঁতের রেষারেষি ,
পেন্সিল লিখছে খাতার পাতায়
লেখার থেকে খসখসে ধ্বনি বেশি।

কলমটা অনেক্ষন খুঁজছে ঢাকনা
ঢাকনা হারা কলম খানি একা পরে ,
বই খাতার পাতা ওল্টাই কি খুঁজি
পড়তে বসিলে মাথাটা আমার ধরে।

কেরোসিন ল্যাম্পটা জ্বলছে মৃদু  
যেনো তাহার জ্বলার ইচ্ছে নাই ,
যেনো বইখাতা কলম ফেলে রেখে  
দূরে কোথাও দৌড়ে পালাই।

ঘরখানা যেনো মোর বন্দ খাঁচা
মনে জাগে মুক্ত হওয়ার নেশা ,
ভাবি মুক্ত হয়ে বেড়াই ঘুরে
যেথা থাকিবেনা কোনো পেশা।

এমন সকল ভুল ভাবনা
কেবল আমার মাথায় ঘোরে ,
আবার ভাবি এমন হলেই
পথের ধারে থাকবো পরে।

তাই ঝটপট কাপ থেকে
পরিষ্কার করি রাবারখানা তুলে ,
ঝড়ের বেগে লিখে চলি
সকল বেকার ভাবনা ভুলে।

সেই যে তাড়াহুড়ায় লেখা
আজকে এই কবিতাটি ,
লেখার অভ্যাস রাখলে ধরে
একদিন লেখাটা হবে খাঁটি।