গাছ লাগাও
কৃষ্ণ কামাল
বাতাসে ভাসিছে বিষ ,
ধুলো ধোয়া অবশিষ।
রোজ গাছ কাটিছো তুমি ,
সুদূর ধু ধু করছে ভূমি।
প্রাণবায়ু পাবেনা আর ,
তব মৃত্যুই অবসার।
দেখো মোর গৃহ খানি
সবুজে রেখেছি ঘিরে ,
অক্সিজেন না পেয়ে
তব শ্বাসনালী যাবে ছিঁড়ে।
বুকের ভিতর ফুসফুসের
সন্ধান শুদ্ধ বাতাসের ,
রইবেনা আর জীবনখানা
সম ঘরখানা তব তাসের।
হাত জড়ো করে নিবেদন
হে বন্ধু গাছ লাগাও ,
তুমি ও বাঁচবে অপরেও
আর ভবিষৎ বাঁচাও।