এমন কিছু আমার চাওয়া
কৃষ্ণ কামাল
এমন কোনো দিন আছে কি
যাহার শেষে রাত পাবোনা
এমন কোন পথ আছে কি
কিছুটা গিয়ে আর যাবোনা ।
এমন কোনো আলো আছে
যাহার পর অন্ধকার নাই
এমন কোনো কথা আছে
যাহার পর কোনো কথা নাই ।
এমন কোনো নাম আছে কি
যে নামেতে কেউ ডাকে না
এমন কারো দিন কাটে কি
যে দিনে তার নেই ভাবনা ।
এমন কোনো সুখের বাজার
যেখানে কম মূল্যে অনেক সুখ পাই
এমন সকল অনেক আজব
যে গুলি কেবল আমারি চাই ।
এমন কোনো লেখা আছে
যাহার কোনো মানে বুঝি নাই
এমন ভেবে এই লেখাটা
আজ আমি লিখেছি তাই ।।