এমন এক দিন
কৃষ্ণ কামাল
এমন এক দিন যার
চাই না তো কিছু আর ।
শুধু চাই কাটাতে সময়
হারাতে এক পলক তো নয় ।
এমন এক সময় যাহা
জানিনা কখন পাইবো তাহা ।
যাহাকে হারাইবার তোরে
আর পাইবোনো তাহারে ।
তবু এমন এক কাল
মনে বুঝি ছাড়িতে হইবে হাল ।
তবুও নাহি পারে
হারাতে সে পলক তারে ।
কিভাবে ওই এক পলকে
বুঝিলাম না কিছু এক ঝলকে ।
কেমনে গেলো দিনটা হারায়ে
পলকের সাথে ঝলক ছাড়ায়ে ।
পুরো দিনটা হলো শেষ
মনের লাগলো নাতো বেশ ।।