দেখলাম এক আস্ত গোলাপ
রাস্তার ধুলায় পড়ে পরিত্যাক্ত ,
হয়তো কেউ তার ভালোবাসা
ঠিক করতে পারেনি ব্যাক্ত।

হয়তো বা কেউ অভিমান করে
গোলাপটা পথের ধুলায় দিয়েছে ছুঁড়ে ,
এইদিন আজকে চলে গেলেও
তার জীবনে একদিন আসবে ঘুরে।

হয়তো বা কেউ তার প্রিয়ের জন্য
কিনে নিয়ে যাচ্ছিলো ঘরে ,
এই পথের ধুলায় সেই গোলাপ
পড়ে গেছে তাহার অগোচরে।

হতে পারে কেউ এই গোলাপের
সুগন্ধ, সুন্দর্য নিয়েছে চুষে ,
তাই গোলাপটা আজ পায়ের তলায়
গাড়ির চাকাতে যাচ্ছে পিষে।

ভালোবেসে  যদি কেহ তোমায়
দিয়ে থাকে গোলাপ খানা ,
তুমি যদি নাই চাও ফিরিয়ে দাও
এমন পথের ধুলায় ছুঁড়ে ফেলোনা।