এক ভিখারির প্রতিবাদ
কৃষ্ণ কামাল
আমি ক্ষুদার্থ কুকুর সম
পথের ধারে পড়ে
সত্যি বলো আমায় দেখে
তোমাদের মাথায় কি ঘোরে।
আমি ও মানুষ তোমার জাত
তোমরা ধনী ধনের রাজা
আমার জন্ম ভুল এই ভূমিতে
পাচ্ছি তারই সাজা।
আমার দিলে দশ বিশ
তোমার ধন কমে যাবে
তোমার সকল ধন কি তুমি
মৃত্যুর পর সাথে পাবে।
তোমরা যেটা ভাবিছো
সেটাই সঠিক
আমার কেন হলো জনম
এই ভূমিতে জন্মের ধিক।
একই দেশে উঠছে বেড়ে
কেউ রাজকুমারের মতো
আর এক কুমার হচ্ছে বড়ো
দুঃখ কষ্ট সইছে কতো।
তারে তার মা- এ শুধায়
এটা ওটা আমাদের ভাগ্যে নাই
আসল কথা ওদের মতো
আমাদের নাই ঠাঁই।
আমাদের ও করে ইচ্ছা
প্রতিবাদের ডাক পাড়ি
কেমনে করি প্রতিবাদ
আমাদের নাই দল ভারী
করি প্রতিবাদ তবে সম্মুখে
ভিক্ষা নয় কাজ দাও
কেন করিবো ভিক্ষা
তব দলে সামিল নাও।