এ কেমন স্বাধিনতা
কৃষ্ণ কামাল
স্বাধীনতা কেবল মুখেই বলো,
স্বাধীনতার সেই গল্পে চলো।
ক্ষুদিরাম যেথা ছিলো নাবালক ,
তুমি কি করেছো হয়ে সাবালক।
নেতাজি যেথা রক্ত চেয়েছে,
রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে।
মাস্টারদা সূর্য সেন চুপ থাকেনি,
সেই দলেতে কেনো তোমায় রাখেনি।
তখন ব্রিটিশের অত্যাচার থেকে
মা বোনদের বাঁচাতে চেয়েছিলো স্বাধীনতা ,
সেই একই অত্যাচার হয়েই চলেছে
মদতে থেকে রাজনীতির সব নেতা।
পায় না এক বোন কোথাও সুরক্ষা
রাস্তা ঘাট তো দূর চিকিৎসা কেন্দ্রও বিপদ ,
নেতাজি তুমি আসো ফিরে, ব্রিটিশ
নয় এই শয়তানদের থেকে রাখতে নিরাপদ।
আমি চির অপেক্ষা তোমার হে ধ্বংস্ব
কোথায় তুমি লুকিয়ে রয়েছো বসে ,
আমি ধ্বংসের যজ্ঞের পুরোহিত
পাপী ভরা পৃথিবী ধংস্ব করো এসে।
নয়তো আমায় দাও কিছুটা শক্তি
যতটুকুতে আমি পাপীদের শীর কেটে ,
কাটা মুন্ড মালার মতো বাঁধিয়া
ঝুলিয়ে রাখিবো ধ্বংস্বের মন্দিরের গেটে।
পরে যাহাতে কোনো পাপ কর্মে
মন চাওয়ার আগে এগুলো আসে মাথায় ,
নয়তো বিদ্যালয়ে এগুলো পড়বে সকল
লেখা থাকবে ইতিহাসের পাতায়।
ওরে ওই শয়তান ওরে ওই পাপী
ধ্বংসে কল্কি আসছে মিঠাবে তোর কাম,
যার জন্য ধর্ষণ করেই চলেছিস
মুন্ড কাটিয়া নর্মদায় ফেলিয়া নেবে দাম।