ধ্বংসের আগমন
কৃষ্ণ কামাল
সৃষ্টি যেমন সত্য তেমনই
ধ্বংস কঠিন-তর সত্য ,
জন্ম যেমন সত্য তেমনই
মৃত্যু কঠিন-তর সত্য।
পাপ আর পূর্ণ যেমন আছে
নাস্তিক, আস্তিক ও আছে,
মানব এর শয়তান যেমন আছে
মানব সাধু তেমন আছে।
ভালো খারাপ যেমন আছে
আলো অন্ধকার তেমন আছে ,
সত্য মিথ্যা ও যেমন আছে
গুরু শিষ্য ও তেমন আছে।
যদি জন্ম কেবল বেড়েই চলে
আর কেহ মৃত্যু নাহি চায় ,
যদি পূর্ণ কর্ম কেহ করেনা
সকলে কেবল পাপ করেই যায়।
যদি হয় নাস্তিক দলের সংখ্যা লঘু
আস্তিক দলে কেহ নাই ,
সাধু সন্ন্যাসী নাইকো আর
যেখানে দেখি শয়তান পাই।
ভালো কর্ম কেহ করেনা
কেবল করে চলেছে কু-কর্ম,
দিনের আলো নিভে নিভে
অন্ধকারেতে ডুবেছে ধর্ম।
এখন সত্য পথে কেহ চলেনা
কেবল কণ্ঠে মিথ্যা বাক্য ,
সৎ গুরু নাইকো আর
নিজেদের ভাবে নিজে চাণক্য।
তো এমন ভাবে চলবেনা আর,
তাই ধ্বংসের আগমন তার।