দুর্ঘটনা
কৃষ্ণ কামাল
সেই দিনে ট্রাফিক পুলিশকে
দিলে একশো হেলমেট না পড়ে,
আজকে এই দুর্ঘটনায়
সেই একশো জীবন নিলো কেড়ে।
আকাশ ছোয়া বিল্ডিংখানা
বেশ উঠেছে গড়ে ,
সেফ্টি বেল্ট হেলমেট নাই
দারোয়ানের সাথে লড়ে।
লড়াই শেষ করেই যেনো
হিরোর মতোই প্রবেশ করে,
বারো তলায় কাজ করতে গিয়ে
নিচে পরেই গেলো মরে।
বেশ সুন্দর গাড়ি তোমার
চালাও গতির মাত্রা ভুলে,
ফোন ব্যবহার করা বারণ
চলন্ত গাড়ি ফোনটা নিলে তুলে।
এক কিশোর রাখাল পথে
দেখো গরু ছাগল পার করে ,
গরু ছাগল গুলোকে তাড়িয়ে
তোমার গাড়িতে চাপা পড়ে।
তোমরা সকলে বলো দুর্ঘটনা
এগুলো দুর্ঘটনা নয় মোটেই ,
নিজেদের ভুলে করে সব
সকল কেবল দুর্ঘটনা রোটেই।
সকলেরে করি কর জোরে
আজ থেকে হও সতর্ক, সাবধান,
আর নিয়ো না অপরের জান।