দুর্ভাগ্য
কৃষ্ণ কামাল
তরী ডুবিয়াছে তীরে ,
ডিম্ ভাঙিয়াছে নীড়ে।
কার ভাগ্য দুর্ভাগ্য হয়ে ,
কারো সুখ দুঃখ লয়ে।
যেথা ভাগ্য দেয়না সাথ ,
সেথা মহাবীর হয় কুপোকাত।
পিঠ যখন ঠেঁকেছে দেওয়ালে ,
পোকা লাগবে হোক কাঠ শালে।
যখন গেঁটের পুঁজি প্রায় শেষ ,
ভিখারিনী হয়ে ও নাই রেষ।