দৃষ্টি ভঙ্গি বদলান
কৃষ্ণ কামাল
তোমার মেয়েটা স্নেহের কন্যা
আমার মেয়েটা কামের পাত্র ,
তোমার বধূ প্রিয়া তোমার
আমার বৌ কামের ক্ষুধা মাত্র।
তোমার জননী শ্রদ্ধেয় মা
আমার মা কে দেখো কামনা ,
তোমার ছোট্ট বোন কতো আদরের
আমার বোন কাম বাসনা।
বয়স তা তো যাচ্ছে বেড়ে
জ্ঞান আক্কেল বাড়বে কবে ,
দৃষ্টি ভঙ্গি বদলাও কাপুরুষ
সুন্দর পুরুষ হয়ে উঠবে তবে।
বোনের বয়সীকে বোন ভাবো
আর মেয়ের বয়সীকে মেয়ে ,
সকলের উপর কামের দৃষ্টি
লজ্জা সরম কি এসেছো খেয়ে।
জেনারেল কোচে যদি কোনো
এক মা ভুল করে কখনো ওঠে ,
তোমাদের কটু বাক্য আলাপে
পরের স্টেশন এলেই নেমে ছোটে।
ইচ্ছে তো করে গিয়ে তোমাদের
মুখে জুতোটা দিই সাঁটিয়ে ,
ভাবি তোমরা সংখ্যা লগু তাই
যাই চুপ চাপ পাশ কাটিয়ে।
বার বার বলছি সকল
দৃষ্টি ভঙ্গি বদলে নিন ,
দৃষ্টি ভঙ্গি ঠিক করিলে
ভবিষৎ পাবে ভালো দিন।