ধরণী শেষ
কৃষ্ণ কামাল

দাঁড়িয়ে ধরণী শেষের ঠিকানা
যাহা কিছু করেছিল সৃষ্টি ,
তাহা সকল করিবে ধ্বংস
নয় এটা শনির বক্র দৃষ্টি।
যেথা গড়েছিল পাহাড় পর্বত
সেথা করিবে আজ সমতলে ,
ধরণী যাহা ছিল বাসভূমি
তাহাতে বইবে নদীর জলে।  
জন্মিলে মরিতে হইবে
এটাই কঠিন চির সত্য ,
পৃথিবী তেমন হয়েছিল সৃষ্টি
তেমন ধ্বংস শুরু নিত্য।
ধরণী তোমারে দিয়েছে সবই
তুমি তাহারে দিয়েছো কি ,
তাহার বনাঞ্চল কেটেছে নিত্য
একটাও বন গড়েছো কি।
আকাশ চুমি দালান গড়েছো
ধরণীর বুক চিঁড়ে,
পরিবেশ দূষণ করেছো নিত্য
গোটা ধরণী জুড়ে।
তোমার তৈরী গাড়ি ঘোড়া
আর অসংখ্য কলকারখানা।
দিনে দিনে অক্সিজেন হচ্ছে
শেষ সেটা সকলেরই তো জানা।
আগুন জ্বলতে অক্সিজেন চাই
সে মানবের প্রাণ বায়ু ,
এটা সবাই জেনেও বোঝেনা
সেদিন বুঝবে কমবে আয়ু।
ধরণী আজ হয়েছে ক্ষীপ্ত
তোমার অমানবিক আচরণে ,
এখন থেকে সাবধান থাকো
তাহার ধ্বংস শুরু ক্ষনে ক্ষনে।