ধ্বংস যজ্ঞের পুরোহিত
কৃষ্ণ কামাল
আমি ধ্বংসের আঙিনায় বসে
হাসিছি তৃপ্তির হাসি ,
তাইতো আমিই ভিলেন
আমি ধ্বংস ভালোবাসি।
পৃথিবীর পূর্বরূপ তাহাকে
দিতে হবে ফিরিয়ে ,
নিজেকে পৃথিবী তৈরী করেছিল
সেই রূপ ফেলেছে হারিয়ে।
পৃথিবীর আবহাওয়া বদলে
তোমরা নিজেকে ভাবো জ্ঞানী ,
তার ভৌগোলিক রূপ পাল্টে
নিজেরাই বড়ো বড়ো বিজ্ঞানী।
ভাঙছে পাহাড় পর্বত প্রতিদিন
যাচ্ছে সকল পুরপাতালে ,
বন্যায় ভাসিছে সকল ভূখণ্ড
ধ্বংস আসিছে অকালে।
ধ্বংস যজ্ঞের পুরোহিত সম
বসিয়া ধ্বংসের যজ্ঞের ধারে ,
কতো নগর গেলো বানে ভেসে
আর গেলো ভূগর্ভে বাঁচাবে কে কারে।
হু হু শব্দে ধ্বংস আসিছে
রূপ ধরি ঘূর্ণি ঝড়ের ,
সবই করে যায় তছনছ
কোনো অস্তিত্ব রাখেনা ঘরের।
কখনো ভূকম্প হয়ে সকল কিছু
নিয়ে যায় পাতাল পুরে ,
আমি উন্মাদ আমি পাগল
কেবল মাথায় ধংস্ব ধংস্ব ঘুরে।