ধ্বংস হানিবো
কৃষ্ণ কামাল
আগুন বারি ঝরিছে নয়নে
কেমনে থাকিবো শান্ত শয়নে।
রুদ্র রূপ করিবো প্রকাশ
ধ্বংস হানিবো নাই অবকাশ।
জীবের শ্রেষ্ট তুমি মানব
আজকে তুমি হয়েছো দানব।
অবুঝ প্রাণী মারিছো সকল
চোখে পরে না আর্তনাদ ব্যাকুল।
তব মানব জাতিকে করি ধিক্কার
তাদের মারার কে দিলো অধিকার।
ছোট্ট পিপিলিকার অধিকার যতটা
ঠিক তোমার অধিকার ততোটা।
সকল বন্য প্রাণী থাকিবে ছাড়া
তোমার আয়ত্তে তুমি লাগাও বেড়া।
তুমি বাঁচিছো স্বাধীন ভাবে
তাদের স্বাধীনতায় কেন অবিচার তবে।
মানিবো না কোনো ভেদাভেদ
করিবো সকল পাপীর শিরোচ্ছেদ।
গঙ্গার নিজপুত্র ভীষ্ম পায়নি রেহাই
তোমরা গঙ্গায় দিয়ে ডুব পাপ পূর্ণ হবে তাই।
কুরুক্ষেত্রে মরেছে যারা
স্বয়ং কৃষ্ণের ভাই তারা।
তবুও ভাইয়ের পক্ষ নেয়নি
পাপীদের রেহাই দেয়নি।
তবে তোমার কি হবে
করো যদি পাপ শিরোচ্ছেদ তবে।