কবে হবে ধ্বংস ধরণী
আমি তারই অপেক্ষায় ,
দেখেছি পাপীর পাপের
ঘড়া পরিপূর্ণ প্রায়।
আমি ধ্বংস যজ্ঞের পুরোহিত
যজ্ঞের আগুনে ঘী ঢালী ,
যজ্ঞে পরিপূরক হইবে
পাইলে পাপীদের নরবলী।
হে কল্কি আমাকে নিও
প্রভু তোমার সাথে ,
পাপীদের মুন্ড মালা গরিবো
রণ চণ্ডীর খড়্গ নিয়ে হাতে।
আসুক সুনামি উঠুক তুফান
দেব দেবী তৈরি রণ সাজে,
আমার বুক ভরা এক আনন্দ
ধ্বংসের কাল ঘণ্টা বাজে।
গায়ের লোম দিয়ে কাঁটা
দেখে ধ্বংস যুদ্ধ শুরু ,
সাদা ঘোড়া ছুটিয়ে কল্কি
কালো মেঘ করছে গুরহু গুড়হু।
দেবদেবী সব কাটছে পাপি
দেখো কেমন উন্মাদ হয়ে ,
মহাকাল মেতেছে ধ্বংস নৃত্যে
নন্দি ভিঙ্গী কে সাথে লয়ে।
রক্ত বিন্দু বাতাসে উড়িছে
ধুলায় পড়িছে নিথর দেহ,
মা ধরিত্রী হা করিয়া গিলছে
পাপীরা রেহাই পাইবে না কেহ।
স্বজ্ঞানে পাপ করিনাই আজও
অজ্ঞানে যদিও করিয়া থাকি ,
আমাকে ধ্বংসের শেষে মারিয়ো
যেনো এ ধ্বংস নিজের চোখে দেখি।