ডেঙ্গু
কৃষ্ণ কামাল
দেখো তোমার বাড়ির পাশেই
খালা খন্দ নোংরা জলে ভরা,
ভালো করে লক্ষ করো
দেখো মশার ডিম্ পাড়া।
তোমরা একটু সচেতন হলে
হতোই যে বড়ো ভালো ,
গ্রাম গঞ্জে কেটে যেতো
ডেঙ্গু মহামারী আঁধার কালো।
ঘরে আশেপাশে রাখো
সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ,
আগাছা সকল সাফ করো
তাছাড়া নাই পথ আর অন্য।
সর্বদা গোটা শরীর ঢাকা
জামা কাপড় পড়া চাই ,
নয়তো মশার এক কামড়ে
ডেঙ্গু ,তার থেকে রেহাই নাই।
এগুলো লেখার একটা কারণ
তোমার শিশুদের করো সচেতন ,
ডেঙ্গুর সাথে লড়তে সকলের
রাতে মশারি ব্যবহার করো সর্বক্ষণ।