মৃত্যু
কৃষ্ণ কামাল
তোমাকে যখন খুঁজেছি
তোমার দেখা পেলাম না,
কষ্ট আর দুঃখের জীবনে
তুমি তখন এলেনা ।
আজ আমি যখন সুখে
হইয়াছি বিভোর ,
পেলাম তখন এখানে
ওখানে তোমারি খবর ।
তুমি নাকি খুজিছো
আমারে পেতে চিরতোরে ,
এখন আমি ভালোই আছি
ভালোবাসার ঘরে ।
এখন আমি সুখেই আছি
তোমারে নাহি চাই ,
আমি এখন তোমার
হতে পারিবো নাই ।।
।।