দামি রাত
কৃষ্ণ কামাল
জোনাকি করিছে খেলা
পুকুরে জলের ওপরে ,
একবার নিচে নামে আবার
জল ছুঁয়ে ওপরে ওড়ে।
এ তার কেমন খেলা
বুঝিলাম নাই আমি,
জোনাকি খেলা দেখা মানেই
রাতটা অনেক দামি।
এক জোনাকি উড়ে এসে
আমার চারিপাশে ঘোরে,
আবার কতো জোনাকি
নৃত্যের তালে তালে উড়ে ।