দায় দায়িত্ব
কৃষ্ণ কামাল


আমার বয়সটা সবে চদ্দো,
আমি নাবালক সদ্য।
আমার আছে ছোট্ট বোন,
তার দায় দায়িত্ব নেবে কোন।
খেলার বয়স হলো না শেষ,
সংসারের দায়িত্ব এলো বেশ।
মা ও একটা খুঁজছে কাজ,
আমি ও ঘর ছাড়া আজ।
শহরের দিকে যাচ্ছি চলে,
কেউ রাখে না কাজে ছোট্ট বলে।
চিল্লাই কাজ চাই কাজ একটা,
ডাক দিলো দোকানের লোকটা।
বললো তাকে কাজে নেবে,
মাসের শেষে আড়াইশো দেবে।
ঠোঁটের কোণে হালকা হাঁসির দল,
বাড়ির জন্য চোখের কোণে জল।
আজকে যদি থাকতো বাবা বেঁচে ,
ঘুরতাম খেলতাম নেচে নেচে।
ঘর ছেড়ে আসতাম না বাইরে ,
সেই সুখ কি আর ফিরে পাইরে।
এমন ভাবে কাটছে দিন ,
কেটে গেলো মাস তিন।
ভাবিলাম আসি বাড়ি থেকে ঘুরে ,
পাওনা নিয়ে বাড়ির পথে ফিরে।