ছোট্ট বীজ
কৃষ্ণ কামাল


একটা বীজ মাটির বুকে
নিজের অধিকার খোঁজে,
তার অঙ্কুর মাটির বুকে
গাঁথার অঙ্কটুকুই বোঝে ।

বীজ আকাশ পানে চেয়ে
অপেক্ষা এক পয়লা বৃষ্টি,
ভগবান বোঝেনা তার দুঃখ
কষ্ট একি অনাচার সৃষ্টি ।

কয়েক দিন পর একদল
মেঘ তার মাথার উপর,
যেন তার অপেক্ষা শেষ
এই বৃষ্টি শেষ সুযোগ ওর ।

সত্যি শুরু বৃষ্টি ঝিম-ঝিমিয়ে
অনেক খুশি বৃষ্টিতে ভিজে,
অঙ্কুর ধীরে গেঁথেছে সে
নরম মাটির বুকে নিজে ।

ধীরে ধীরে দুই পাতা খুলে
ইচ্ছেমতো উঠলো বেড়ে,
সবুজে নিজেকে ঢেকে
মাটির বুকে অধিকার কেড়ে ।

কয়েক বছর মন খুলে বেঁচে
আজকে পাতা গেছে খসে,
কয়েকটা শুখনো ডাল পালা
নিয়ে কার অপেক্ষায় বসে ।

সে এখন বুঝেছে পৃথিবীতে
বৃদ্ধ বৃক্ষের নাই কোনো কাজ,
তার বীজের চারা তাকে ঘিরে
তার অধিকার ছাড়তে নারাজ