চম্পা
কৃষ্ণ কামাল

ফুল ফুটেছে চম্পার বনে,
জুটেছে মৌ মধু আহরণে।
গুনগুন সুরে গাইছে গান,
শুনিয়া জুড়ালো মন প্রাণ।
চম্পার সুগন্ধ ছুটেছে পাড়ায়,
তাহার সুগন্ধ দুর্গন্ধ তাড়ায়।
চম্পা এতো সুবাস পেলে কোথা,
আমায় ডাকিলে না সেথা।
সাদা সোনালী চম্পার গায়ের রং,
সবুজ কোনো পাতা বাহারি সং।
সুন্দর যে তার রূপের বাহার ,
কে লড়িবে সহিত তাহার।
তাহার মিষ্টি সুগন্ধ ভালোবাসি ,
অফিস ফেরার পথে হেতা আসি।