চোখে নাই ঘুম
কৃষ্ণ কামাল
বিছানা ছেড়ে উঠে দেখি
ঘড়িতে রাত দুইটা ,
বিছানাতে আশ পাশ
চোখে নাই ঘুমটা।
আস্তে আস্তে করে
দরজা খুলে উঠে পড়ি ছাদে ,
ছাদে গিয়ে তারা দেখি
নেমে খানিক বাদে।
ঘর থেকে বের হয়ে
দরজা লক করি ,
বাইরে কুকুর ঘেউ ঘেউ
করে আমি নাহি ডোরি।
তারপর হেঁটে চলি
তিন রাস্তার মোড়ে,
একাই হাঁটছি পথে
কেউ ওঠেনি এতো ভোরে।
তারপর বাড়ি ফিরে
সোজা যাই বিছানায় ,
তারপর ঘুম ভাঙে
দেখি সকাল হয়ে যায়।