চাঁদনী রাতে কামিনী
কৃষ্ণ কামাল
ভালো লাগে রাতের মধ্যে
যে রাত চাঁদনী
সেই রাতে ভালো লাগে
তোমায় কামিনী
দেখি আমি জানালা খুলে
একা তুমি দাড়াঁয়ে
দেখছি আমি তোমায় কেবল
স্তির নয়নে তাকায়ে
জানোনা কামিনী তুমি
আমি তোমায় কত ভালোবাসি
সারাদিন যেখানে কাটাই
রাতে তোমার কাছে আসি
তোমায় ভালোবেসে এনেছিলাম
আমার ঘরের বাগানে
স্থান পেয়েছো তুমি আজ
আমার হৃদয়ের কোণে
সত্যি বলছি কামিনী
তোমায় ভুলতে পারবোনা
হারিয়ে যাবো আমি
তোমায় হারাবো না
মনে ভাবি বেঁচে আছি আমি
কেবল তোমারি জন্য
তোমার ওই সুভাসে
আমার হৃদয় হয়েছে ধন্য।।