বৃষ্টি কন্যা
কৃষ্ণ কামাল


আছে এক বৃষ্টি কন্যা,
খানিক থাকে চুপটি করে।  
আবার খানিক দৌড়ে আসে,
আর ঝড় ঝড় করে ঝরে।
যখন তারে খোঁজে সবাই ,
তখন কোথাও লুকিয়ে থাকে।
এমন সময় এসে হাজির ,
যখন তারে কেউ না ডাকে।  
যখন একটু ঘুমাতে চাই ,
তখনি তার  কান্না শুরু ।
একটু দেয়না শান্তি মোদের,
সবসময় রেগে করে গুরু গুরু।
ওরে ও বৃষ্টি কন্যা এমন ,
তোমার মেজাজ কেনো।
সবসময় ঝরছো তুমি ,
কাহার উপর রেগে যেনো।