বর্ষা
কৃষ্ণ কামাল
কি সুন্দর ঝির ঝিরিয়ে ঝরছে বর্ষা
পশু পাখিদের মনে নাই ভরসা।
যতদূর দেখি ভিজিছে সকলে
ছাগলছানা ছুটেছে দলে দলে।
চাষিরা মাথায় শার্সি চাপায়ে
আসছে দৌড়ে বৃষ্টি ঝাঁপায়ে।
ঠান্ডা বাতাস ছুটছে কাঁপিয়ে
পাখিরা সকল নীড়ে তাকিয়ে।
আমের ডালে ভিজিছে শালিক
তারাও আকুল ডাকিছে মালিক।
ধীরে ধীরে বাতাসে গতি বাড়িছে
গাছ কাঁপিয়া শো শো শব্দ ছাড়িছে।
আমি হেতা কেবল দর্শক হয়ে
খাতা কলমে লিখছি লয়ে।
বৃষ্টি ও গতি দিয়েছে বাড়ায়ে
ঝির ঝির থেকে ঝড় ঝড়ায়ে।
বিছানার কম্বল গায়ে নিলাম ঢেকে
মেঘ গর্জে উঠছে খানিক থেকে থেকে ।
আমি পেয়ে ভয় জানালা বন্ধ করি
কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ি।