বদলাইয়া দেবো
কৃষ্ণ কামাল
বদলাইয়া দেবো তোমার
ওই বাঁশের বাঁশরী ,
বদলাইয়া দেবো তোমার
পুরানো তাঁতের শাড়ি।
বদলাইয়া দেবো তোমার
ফুটো চরণ পাদুকা ,
বদলাইয়া দেবো তোমার
তোমায় উল্টো পাল্টা বোকা।
বদলাইয়া দেবো তোমার
ওই কুঁড়ে ঘরখানা ,
বদলাইয়া দেবো তোমার
ওই আস্ত বিড়ালছানা।
বদলাইয়া দেবো তোমার
ওই গরুর গাড়ি ,
বদলাইয়া দেবো তোমার
কানা ভাংগা ভাতের হাড়ি।
তখন বদলাইয়া দেবো ,
যখন ধোনি মতো হবো।