বিভেদ
কৃষ্ণ কামাল

তোমার পাড়ায় আজ মেলা
ঢাক ঢোল বাদ্য বাজিছে ,
তোমার পাড়ার সকল
কতো সুন্দর সাজে সাজিছে।
আমার পাড়ায় তোমার
মেলার বাদ্যের ধ্বনি আসিছে,  
সেই দূরের মৃদু ধ্বনিতে  
ছোটরা সকলে নাচিছে।
তোমার পাড়ায় বৈদ্যুতিক লাইট  
কতো রঙিন সম দিনের ,  
আমার পাড়ায় হেতা হোতা
জ্বলছে বাতি কেরোসিনের।  
তোমাদের হয় দূর্গা পূজা  
তোমাদেরই হয় ঈদ,
তোমরা পড়ো নতুন পোশাক  
আমাদের কাপড়ে শত বিদ।
তোমাদের আছে ভদ্র সমাজ
আমরা অভদ্র আদিবাসী ,
তোমাদের যদিও হয় দুর্গাপূজা  
আমরা কখনো নাহি আসি।
আমরা আছি এমন ভাবে  
যেন ভিন্ন গ্রহের প্রাণী ,
তোমার আমার কেনো বিভেদ
সেটা নিজেরাই নাহি জানি।