বিদেশে কাটছে দিন
কৃষ্ণ কামাল

সূর্য ডুবিয়াছে পশ্চিম আকাশে ,
ফুলের সুগন্ধ ভাসিছে বাতাসে।  
বাড়িতে শাঁক কাঁসি বাজিছে ,
তুলসী তলায় প্রদীপ জ্বলিছে।
হাওয়া মধুর শীতল বইছে ,
শিউলির সুগন্ধ যেনো কি বলিছে।  

রান্না ঘরে মায়ের রান্না
চড়ানোর শব্দ আসছে কানে ,
বই খাতা চোখের সামনে খোলা
পড়তে নাই ইচ্ছে কেনো কে জানে।

মন বসছেনা পড়ায় কি করি  
গুটি গুটি পায়ে ছাদে গিয়ে ,  
চিলেকোঠার ছাদে উঠি
আকাশের দিকে তাকায়ে শুয়ে।

দেখি তারা গুলি দল বাঁধিয়া
চাঁদের সাথে ঝগড়া করে ,
তারা গুলো কোথায় থেকে
কালো মেঘ আনে ধরে।

আর চাঁদকে দেয় ঢাকা
আবার কালো মেঘ সরিয়ে,
উজ্জ্বল চাঁদ দেখি ঠিক
আসছে বেরিয়ে।

তারাগুলি আবার কালো মেঘ
নিয়ে চাঁদকে দেয় ঢাকা ,
তারা আর চাঁদের এই খেলা
কতক্ষন দেখিলাম একা।

তারপর উঠে বসে দেখি
পুকুর পাড়ে জোনাকিরা ,
দেখি খেলছে কানামাছি
জোনাকি দেয় না ধরা।  
  
এগুলো সকল কল্পনা
আমার গ্রাম বাড়ির পরিবেশ,
অনেক চাইছি ফিরে
যখন কাটছে দিন বিদেশ।