ভুল থেকে শিখেছি
কৃষ্ণ কামাল
জীবনে ভুল নিয়ে লেখা
ভুল থেকে শিখেছি অনেক কিছু ,
তাই তো আজ অঝথা
করি নাই কাহারো পিছু ।
ভুলের জন্য শিখেছি সঠিক
সেই ভুল গুলো আর করিনা ,
এক ছোট্ট ভুলে হারিয়েছি কতো
তাই ভুল শব্দ মুখে ধরিনা।
ভুল করতে করতে একদিন
শেষে সঠিক তো হবে ,
না করিলে ভুল কিভাবে
বুঝিবে কোনটা সঠিক তবে।
কোনো দিন ভুল করে স্কুলের
খাতা রেখে ঘরে ,
হাতে ছড়ি খাই যখন
বাড়ির কাজ আর পড়া ধরে।
ভুল করে কবে একদিন
সন্ধ্যায় পড়তে বসিনি,
তার জন্য কত মারধর
আর খেলাম গালি বকুনি।