ভাত ঘুম
কৃষ্ণ কামাল  

খুকির খাতার উপর পেন্সিলের
খসখসানির শব্দ কান খাচ্ছে ,
দুপুরের ঘুম গরমে ঘামে
কে জানে কোথা পালিয়ে যাচ্ছে।

এই গরমে সেলিং পাখা রেগে
ঘড় ঘড় গর্জনে চায়না ঘুরতে ,
পবণ ছুটছে না আর দিগন্তে
সে চায়না সূর্যের তাপে পুড়তে।  

গাছ গুলো মাথা নত করে
দাড়াঁয়ে অপরাধী কাঠগড়ায় ,
দিগন্তে যেনো আগুন ছুটছে
কার সাহস তারে রুখে দাঁড়ায়।

ভাত ঘুমটা হবেনা আজ  
বিছানা উঠছে ভীষণ ঘেমে ,
তাই হাত পাখাটা হাতড়ে  
এলাম বিছানা থেকে নেমে।