ভাই বোন
কৃষ্ণ কামাল
ভাই ও বোন, দুই প্রাণ,
এক রক্তের এক মানুষ ।
এক সুখের এক দুঃখ,
এক প্রেমের এক সুর ।
ভাই হলো বোনের রক্ষা,
বোন হলো ভাইয়ের অনুরাগ ।
ভাই হলো বোনের সাথী,
বোন হলো ভাইয়ের সাহায্য ।
ভাই ও বোন, দুই ফুল,
এক গাছের এক ছায়া ।
এক রঙের এক গন্ধ,
এক সৌন্দর্যের এক ছবি ।
ভাই হলো বোনের আনন্দ,
বোন হলো ভাইয়ের আশা1 ।
ভাই হলো বোনের বন্ধু,
বোন হলো ভাইয়ের ভালোবাসা ।।