ভাবনা আমার
কৃষ্ণ কামাল
বসিয়া ভাবি নদীর তীরে
যদি কেমন বইছে ধীরে।
তার নেই কোনো তাড়া
আমার কাজে দিশেহারা।
যদি হতাম তাহার মতো
ঘুরে ফিরিতাম ইচ্ছেমতো।
তীরের গায়ে ঢেউ দিয়ে
ঝলাক ঝলাক সুর নিয়ে।
কোন ভাষাতে গাইছে গান
ওই সুরে মাতিছে প্রাণ।
ইচ্ছে করছে তার সহিত গাইতে
নদীতে লাফ দিয়ে পড়ে নাইতে।
না না আমি দেবোনা ঝাঁপ
কেউ যদি দেখে করিবেনা মাফ।
বলিবে লোকে আস্ত পাগলামি
নিজের কথা ভাবিনা আমি।
কি ভাববে, বলবে লোকে
আমার ইচ্ছে গুলো ওদের চোখে।