বেকার ছেলে
কৃষ্ণ কামাল
অভয়ে একা জোৎস্না রাতে
বসে নদীর তীরে
মন ভালো নেই ভাবছি
যাবোনা বাড়ি ফিরে।
কেউ তো আমায়
চায় না ভালোবেসে
কেউ বোঝেনা আমায়
কেউ তো ডাকে না এসে।
এই একাকিত্ব মন
কিবা রোগে ভুগিছে
মৃত্যু ও আমায়
আর নাহি খুজিছে।
মা বাবা বলে ছেলেটা বেকার
নাই কোনো কাজে মন
খায় দায় ঘুরে বেড়ায়
ঘুমায় সারাক্ষন
পড়াশোনা যাহা করেছি
কাজ খুঁজেছি মরীচিকায়
পাচ্ছিনা কাজ কোনো
বাড়ির লোকেদের বোঝানো দায়
বেকারত্ব গিলিছে আমায়
চাঁদকে যেমন রাহু গেলে
নাই অবকাশ আমি
বিষণ্ণতায় পড়ছি ঢুলে
মনে মনে আকাশে তাকায়ে
ভগবানকে দিই গালি
যখন আমার ভাগ্য খারাপ
তবে পৃথিবীতে কেন পাঠালি।
বাবা মায়ের একটাও কথা
কান শুনতে নারাজ
বেকার হইয়া ঘুরিব বনে
যদি নাহি পাই কাজ।