বর্ষা - 2
কৃষ্ণ কামাল

ঘন কালো মেঘ
হাঁকিছে হেথা
সেই হাঁক শোনার
নাই কোনো শ্রোতা।

গুরু গুরু ডাকে
বুক আমার কাঁপে
ভয়ে সকল শিশু
কানে দুই হাত চাপে।

ঘড় ঘড় মোড় মোড় শব্দে
কোথায় যে পড়ছে বাজ
কেহ নাই গৃহ বাইরে
বন্ধ সকল কাজ।

ঝির ঝিরিয়ে থেকে
রিম ঝিম ঝম ঝম করে
ধীরে ধীরে আঁধার হয়ে
বৃষ্টি এলো ঘিরে।


দিনের আলো নিভে
অন্ধকার গেলো ছেয়ে
মেঘ গেলো হেঁকে
বৃষ্টি পিছে ধেয়ে।

আমরা ছোট্ট সকল
বিছানায় চাদর মুড়ি দিয়ে
মেঘের ডাকে ডোরে
লুকাই কোথায় গিয়ে।