বাঁধ ভেঙেছে
কৃষ্ণ কামাল
পাগলা নদী বাঁধ ভেঙেছে
বাদলা এসেছে ধেয়ে ,
বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙেছে
চেঁচিয়ে দৌড়ে এলো এক মেয়ে।
গায়েঁর লোকেরা হতবাক
যেনো বাজ ভাঙলো মাথায়,
এই ভিটেখানা ছাড়া আর
মাথা ঠেকানোর জায়গা কোথায়,
সকলে হাউমাউ করে কাঁদে
ভগবানের দিকে চেয়ে আকাশপানে,
কে ছুটেছে বাঁচার আশায়
গৃহহারা হবে কেবা তা জানে।
খানিক পরে গোটা গাঁ জুড়ে
হাঁটু খানেক জল উঠেছে ভরে,
কেহ কেহ ছাড়েনি ঘর বলছে
ঘরখানি থাকবো জড়িয়ে ধরে।
ওই নদীর ধারের বাড়ি ঘর গুলো
নদী অর্ধেক ফেলেছে গিলে ,
সকলে ছেলে মেয়ে নিয়ে
ছুটেছে চোখের জল ফেলে।
এই নদী একসময় দিয়েছে
তাদের বেঁচে থাকার সব কিছু ,
আজকে সেই নদী আসছে
ধেয়ে তাদের পিছু পিছু।