আষাঢ়ের স্মৃতি
কৃষ্ণ কামাল

গাঁয়ে গোটা পিচ্ছিল পথ
হাতে নিয়ে এক ছাতা,
পিঠে এক স্কুল ব্যাগ
কেবল ভর্তি বই খাতা।  
স্কুলের পথ দীর্ঘ দুই কিমি  
কেবল হাঁটি পথ ধরে,
কেউ কেউ চলেছে ঠিক
আবার কেউ পিচ্ছলে পড়ে।
যেখানে রাস্তা পিচ্ছিল সেথা
খুলে হাতে নিই জুতা ,
একজন যদি পিচ্ছলে পড়ে
অপরজন খায় গুতা।