আন্তর্জাতিক নারী দিবস
কৃষ্ণ কামাল


মানো কি নারী শ্রেষ্ঠ
মোদের এই ভুবনে,
মা, বোন, প্রিয়া, দাদী
এমন পাবে কি ত্রিভুবনে ।
নারীর মায়া জগৎ ঘেরা
নারীর সর্ব শক্তি,
নারী চাইলে তুমি ধ্বংস
রাখো মায়ের প্রতি ভক্তি।
নারী তুমি দূর্গা হয়ে
করিলে অসুর নিধন ,
এলো কেশে কালী হয়ে
নিলে পাপী মুক্তি পণ।  
কখনো মা লক্ষী হয়ে
নিবারণ করিলে ক্ষুধা ,
মা হয়ে মহাকাল কে
পান করালো অমৃত সুধা।