অন্ধভক্ত
কৃষ্ণ কামাল

তোমার কলমে কালি
আমার কলমে রক্ত ,
আমার মুখে প্রতিবাদ
চুপ তুমি অন্ধভক্ত।
দশের ভাগ একজন পায়
তার চার পাঁচ চেলা,
তুমি সেখানে চুপ
ভাবছো বেশ জমেছে খেলা।
নেতাকে কিছু বলতে গেলে
চেলারা এগিয়ে এসে লড়ে,
এসব জানেনা বোঝেনা
কিছুই মূর্খ চেলা গড়ে।
তোদের ন্যায্য ভাগের কিছুটা  
দিয়ে তোদের দাস করে ,
নেতার পিছনে ঘোরাঘুরি করো
রাখো খবর কি চলছে ঘরে।
সারাদিন দল নিয়ে মাতো
নিজের সন্তানের খেয়াল করো '
এই দল আজ আছে কাল অন্য দল
তবে বোকার মতো লড়ে কেন মরো ।