আমি পুরুষ
কৃষ্ণ কামাল
আমি যখন শিশু
সবাই খুব আদর করে
তখন কতো খুশি
সবাই আমার ঘরে।
ধীরে ধীরে যতো
হতে লাগলাম বড়ো
ছোট খাটো আঘাত
সমস্যা সামনে আমার জোড়ো।
মা বলে এই আঘাতে
কান্না কেন করিস
তুই ছেলে এই অল্প
আঘাতে কেন ডোরিস।
মনে রাখিস ছেলে তুই
মন শক্ত করতে হবে তোকে
হবেনা দুর্বল করবিনা কান্না
যদি ও কেউ মারে বা বকে।
আমাদের বংশের প্রদীপ
তুমি উজ্জ্বল হয়ে জ্বলো
আমরা হবো আলোকিত
তোমারি ওই আলো।
যবে করিবে বিয়ে
হইবে এক পুরুষ দায়িত্ববান
তোমার উপর নির্ভর করিবে
পরিবারের আত্মসম্মান।
তোমারে লইতে হবে
এই পরিবারের ভার
কাঁধে তুলে চলতে হবে
কিবা লজ্জা তার।