আমি নীড় হারা  
কৃষ্ণ কামাল  

আমি আমার সব হারিয়েছি
প্রাকৃতিক দুর্যোগের সময়ে ,
একাকী হারিয়ে গিয়েছি
পরিবার ও নীড় হীন হয়ে।

আমার সকল ছানা নিখোঁজ
ছিন্নভিন্ন নীড়ে তাদের খুঁজেছি ,
মহামারী তুফানের বিপরীতে
নিজের ক্ষমতা কতো বুঝেছি।

আমার নীড়ের বিপরীত মুখী
এই মহা আম্ফান ঝড়ে ,
বুঝতে পারছিনা আমি
কিভাবে ফিরবো সেই নীড়ে।

এই তুফানে নীড় হারা আমি
আরো আমার ভিন্ন প্রজাতি ,
তারা ও হয়তো নীড় হারা
সাথে নাই তাদের ছানা ,সাথী।

অনেক চেষ্টা করেছি আমি
কাজে আসছে না আমার ডানা,
কতো গতিবেগে বইছে এ ঝড়
সেটা তো আমার অজানা।

এই ঝড় থেকে বাঁচতে
অনেক আশ্রয় খুঁজেছি ,
না পেয়ে কোনো আশ্রয়
এই আমের ডালে বসেছি।