আমি দোষী
কৃষ্ণ কামাল
আমার সময় গুলো কিনেছে
অফিসের মাসিক কিছু টাকায়,
ভালোবাসার গ্রাম খানা ছেড়ে
পুরো বছরটা পড়ে থাকি ঢাকায়।
স্বাধ আল্লাদ কিছু নাই আমার
সবকিছু শেষ অফিসের চাপে,
বাড়িতে পুজা পার্বণ সব গেছে
এতো কিছু ভেবে চুমুক দেই কাপে।
দীর্ঘস্বাসটা দেখেশুনে ফেলতে হয়
যদি ম্যানেজার দেখে ফেলে ,
কাজে মন নাই না কাজে বিরক্ত
কাজে বাকি উড়বে ডানা মেলে।
শত গালি বকুনি অপমান সহ্য
করতে হয় চোখ কান বুঝে ,
এটাই আমার গাধার জীবন
এখানে পাবোনা ভালোলাগা খুঁজে।
অফিস থেকে ফিরলে বাসায়
নিজের রান্না নিজেকে করতে হয় ,
বিছানাটা আমার ক্লান্ত দেহ ত্যাগ
করেছে বালিশটা ওহ নাহি লয়।
মাসের মাহিনা অধেকের বেশি
যায় আমার গ্রামের বাড়িতে ,
সেখানে আছে বৃদ্ধ বাবা মা
মাহিনা ছাড়া চাল জুটেনা হাড়িতে।
মাঝে মাঝে ভাবি এই জীবন
ছেড়ে কোথায় দূরে পালাই ,
মা বাবার কথা ভেবে আজও
যেমন চলছে তেমন চালাই।
বন্ধু বান্ধব নিখোঁজ আমার
আমি দোষী আমার নাই সময় ,
ওদের ভাবনা ওরা ভাবছে
আমার পরিস্তি বোঝেনা বোধয়।