আমার মন
কৃষ্ণ কামাল
আমার মনটা বড়োই পাগল
কখন যে কি বায়না ধরে ,
এমন কিছু করতে ইচ্ছা
যেগুলি কেহ নাহি করে।
কখনো তো করে ইচ্ছে
বড়ো কোনো গাছে চড়ি ,
তারপর সেই দেশ থেকে
নিচে লাফ দিয়ে পড়ি।
কখনো ভাবি সুপারম্যান
বাতাসে ভেসে বেড়াই ,
এসব কি মানুষে ভাবে
তাই তো সকল এড়াই।