আমার দেহের সকল অঙ্গ
কৃষ্ণ কামাল
চোখ বলে জানো তুমি
ভালো কিছু দেখায় কতো
কান বলে জানো কি তুমি
কেউ হবে না আমার মতো ।
হাত বলে সারাদিন
আমি কতো কাজ করি
পা বলে আমি এতো
কষ্ট নাহি সইতে পারি ।
হৃদয় বলে আমি তোমার
সকল মনের কথা বুঝি
মাথা বলে আমি তোমার
নতুন কতো বুদ্ধি খুঁজি ।
মন বলে জানো তুমি
সারাদিনে কতো কথাভাবি
প্রাণ বলে আমায় যদি যায় ভুলে
তুই শেষে মারা যাবি ।
তারা সকলে মিলে বলে আমায়
জানিস তোকে কতো ভালোবাসি
তুই সারাক্ষন যেখানে যাস
আমরা তোর সাথে আসি ।।