আমাদের স্কুল
কৃষ্ণ কামাল
গাঁ থেকে কয়েক মাইল
পথ আমাদের স্কুল ,
যেতে আস্তে পায়ে ব্যাথা
তবুও স্কুল ছুটির করিনা ভুল।
করি যদি স্কুল ছুটি
হাতে পিঠে বেতের বারি ,
করলে ছুটি বাবাও দেয়
কিল চাপ্পড় কিবা দরকার তারি।
তাই কখনো স্কুল ছুটি নিয়ে
কোনো ভাবনা নাই মনে ,
শনি বারে হাফ ছুটি
মজা তো হয় এই দিনে।
কাঁধে থাকে ঝুলানো ব্যাগ
চিল্লে গান, চিল্লে কবিতা ছুটি ,
মুখে "রবি ঠাকুরের" কবিতা
"আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি "।
মাটির পথে ছুটো ছুটি
উড়িয়ে দিয়ে ধুলো ,
ছুটির পর কয়েক মাইল পথ
থাকে না কষ্ট গুলো।
স্কুল ছুটির কিযে মজা
বোঝাতে না পারি ,
মনের মধ্যে একটা কথা দৌঁড়ায়
বাড়ী ফিরে খেলবো অনেক তারি।
বাড়িতে গিয়ে কোনো রকম
ব্যাগটা ঘরে ফেলে ,
মাঠের দিকে মারি ছুটে
পাড়ার সকল ছেলে মিলে।
ছবিশ বাইশ জন একটা বলের
পিছনে ছোটাছুটি ,
গোলকিপার দাঁড়িয়ে একা
বল পেলেই লুটোপুটি।