একলা মানে
কৃষ্ণ কামাল
একলা মানে
একলা থাকা নিজের ঘরে কোণে,
একলা মানে ঘোরা ঘুরি
অন্য অচেনা উজানে ।
একলা মানেই
এগিয়ে চলা মাঠের পর মাঠ ,
একলা মানে সকল বইয়ের
একই পড়া পাঠ ।
একলা মানে রাতে জাগা
নিজের ভাবনায় ,
একলা মানে দল ছেড়ে
তুই একলা চলে আয় ।
একলা মানেই
হেঁটে চলা মনের চেনা পথে,
একলা মনের নিজের খেলা
নিজের মনের সাথে ।
এটাই তো মোর একলা লেখা ,
আরো আছে একলা দেখা ।।