নীল আকাশ সুবিশাল
মেটে পথ বহুদূর ,
পেঁচা তুলোর মেঘ ছন্দছাড়া
নিমের ছাওয়া কি মধুর।
জ্বলন্ত সূর্য বেজায় তাপ
অথই নদী সুগভীর সমুদ্র ,
উড়োজাহাজ মেঘে ডুবে
পিপীলিকা অতীব ক্ষুদ্র।
পাখিদের খোলা আকাশ
ঝগড়া কলহ মানুষের ,
বনানী অঞ্চল বাসস্থান
জাত ভেদাভেদ মূর্খের।
গ্রাম গঞ্জে জীবের বাজার
মনুষ্যত্ব বোধ নাই মানবের ,
দুধপান করে পশুরা
মদ্যপান সভ্য সমাজের।
মানুষে ছাড়ে দূষিত ধোঁয়া
পশুরা ছাড়ে নিঃস্বাস ,
ফলমূল খায় পাখিরা
কুকুরে খায় সবুজ ঘাস।