আগুনে জ্বলছি
কৃষ্ণ কামাল
তোমার রুদ্র আগুনে জ্বলছি
হাতে নিয়ে গোলাপ ,
তোমার বৃষ্টিতে ভিজছি
হাতে নিয়ে চায়ের কাপ।
তোমার রোদ্দুর মেখেছি
পুরো শরীরে ঘাম ঝরছে ,
তোমার উচ্ছিষ্ট খেয়েছি
পেট কিছুটা ভরেছে।
তোমার বাতাস ছুঁয়েছে
আমার সকল অঙ্গ ,
তোমার গাড়ির আওয়াজ
আমার নিদ্রা করেছে ভঙ্গ।
তোমার আকাশ মেঘলা
ভয়ে বুক কাঁপে দুরু দুরু,
তোমার যেখানে দিন শেষ
সেখানে আমার হয় শুরু।