অধিকার চাই
কৃষ্ণ কামাল
কোন আকাশে সাজঁলে তারা
আমার আকাশ অন্ধকার ,
কোন গৃহিনী দ্বার খুলেছে
আমার স্বমুখে বন্দ দ্বার।
কোন নগরে ভোর হয়েছে
আমার নগরে কালরাত্রি ,
কোন মাঝি করে যাত্রী পার
আমার নৌকায় নাইকো যাত্রী।
কোন বাগানে ফুটিলো ফুল
আমার বাগান আগাছা ভরা ,
কোন নদীতে বান ডেকেছে
আমার নদি শুকনো খরা।
কাহার থালায় সাজানো খাবার
আমার থালায় নাইকো ভাত ,
কোন রাজার পেয়াদা কুস্তি লড়ে
আমার পেয়াদা কুপোকাত।
কোন রাজকন্যার হচ্ছে বিয়ে
আমার কন্যার পাত্র নাই ,
তোমার অধিকার নিচ্ছ বুঝে
আমি আমার অধিকার চাই।