অবুঝ ঝড়
কৃষ্ণ কামাল
ওহে ঝড় বহিছো
কেনো অবুঝের মতো ,
তোমার তরে নীড় হারা
সকল পশু পাখি কতো।
তোমার পথে ছোট্ট প্রাণীরা
তুমি কি দেখোনা চেয়ে,
উন্মাদ ক্রোধে পাগলের মতো
কোথায় চলেছো ধেয়ে।
তোমার গতিতে পারছেনা
কেউ নিজের বাসায় থাকিতে,
কেন তুমি রণচন্ডি বেশে
ছুটিছ হাঁকিতে হাঁকিতে।
আজ আর তুমি ধেয়ো না
এখানে ওখানে পাগল হয়ে,
তোমার এই চলার গতি
ছোট্ট পাখিরা কি করে সয়ে।