অবসাদ
কৃষ্ণ কামাল

অবসাদ ঘিরেছে আমায়
গিলেছে একাকিত্ব ,
নিজের চাওয়া পাওয়া স্বাধ
নিখোঁজ সকল স্বত্ব।
আমার আকাশ ঘন কালো
অন্ধকারের ছাউনি ,
জীবনের খেলা লাগেনা ভালো
ভালোবাসা কেউ দেয়নি।
নিজের গলা নিজেই টিপি
মাথার চুল ছিড়ি ,
বাঁচার ইচ্ছে নাই আর
ঝুলি গলায় দিয়ে দড়ি।
তোমার অঙ্ক বেশ জমেছে        
আমার ভাগফল শুন্য ,
আমি যেনো এক কয়েদী সম
হয়েছে বিষাদে পরিপূর্ণ।